বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেছেন সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগঠক মো. মোনায়েম।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি-৩২ এর সামনে বৃক্ষরোপন এবং রাজাবাজার ‘দেশিক পাঠশালা’ এতিমখানায় গরীব, দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় আল নাহিয়ান খান জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মো. মোনায়েম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের জন্মদিন উপলক্ষে সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি। এছাড়া জয় ভাইয়ের সুস্বাস্থ্য ও সফলতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, জয় ভাইয়ের জন্মদিন উপলক্ষে সর্বোপরি চেয়েছি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একটা ভালো সময় কাটাতে পাশাপাশি তাদের একটু ভালো সময় উপহার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আমাদের জয় ভাইয়ের জন্য দোয়া করবেন।