লাইটার ইয়ুথ ফাউন্ডেশন। তরুণদের সংগঠন। যাত্রা শুরু ফেসবুক গ্রুপের মাধ্যমে। প্রত্যেক সদস্য প্রতি মাসে চাঁদা দেন, টাকা জমান। সেই জমানো টাকা দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণের দল ভালো কিছু কাজ করেন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গড়ে দিয়েছেন ঘর, মুদি দোকান বা হাতে তুলে দিয়েছেন চিকিৎসা খরচ। লাইটার ফাউন্ডেশনের সদস্যরা আবার সহায়তা করেন বন্যাদুর্গতদের, শীতার্ত মানুষকে। আবার স্কুলে শহীদ মিনারও গড়ে দিয়েছেন। ‘লাইটার ব্লাড উইং’ নামে রক্তদাতাদের নেটওয়ার্ক তৈরি করেছেন তাঁরা। তাছাড়া ‘মডেল ভিলেজ’ প্রজেক্টের কাজ করছেন লাইটার ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।
গনতান্ত্রিক চর্চায় বৈশ্বিক পরিশুদ্ধ সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে বাংলাদেশের অন্যতম তরুণনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’ এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৬ আগস্ট, শুক্রবার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
এর আগে লাইটারের ইতিহাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০১৯ সালে। গতকাল ০৫ আগস্ট, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত লাইটারের ফেসবুক গ্রুপে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গত নির্বাচনের মতো এবারও তিনটি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রচারণা শেষে দেখা যায়, সবাই নিজ নিজ ইশতেহার ও আগামী দিনে আলোকিত বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার দিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছেন।
নির্বাচনে কমিশনের পক্ষ থেকেও প্রার্থী ও ভোটারদের মাঝে সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয়েছে। ভোটারদের মনের চাওয়া-পাওয়া এবং প্রত্যাশা জানতে আজ রাত ৯.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সিয়াল ডিবেট। উক্ত ডিবেটে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২৫৬ জন ভোটারের বিপরীতে ৩ টি পদে এবার মোট প্রার্থী ১২ জন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন – নাহিদ আফনান, সামিহা নওশীন, মুহাম্মদ সাইফুল ইসলাম সুমন ও আফজাল হোসেন; সাধারণ সম্পাদক পদপ্রার্থী – সাগর শর্মা রকি, জিল্লুর রহমান রিয়াদ ও জয়জিৎ দত্ত এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী – শাহরিয়া রোকন সানি, সুস্মিতা সাহা, সৈয়দা আরিফা সুলতানা, কাজী আবু সায়েম ও মোঃ নজরুল ইসলাম।
নির্বাচন কমিশনার আফতাবুল আলম এলমান বলেন, “আলো আনার মিছিলের নেতৃত্ব প্রদানের জন্য যারা নির্বাচন করছেন প্রত্যেকেই লাইটারের জন্য নিবেদিত প্রাণ এবং অত্যন্ত যোগ্য প্রার্থী, সাধারণ সদস্যরা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন। সকলের প্রতি আহবান থাকবে একটি সুষ্ঠু-স্বাভাবিক ও আনন্দমুখর নির্বাচন উপহার দেয়ার জন্য।”