অক্সিজেন সংকটে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা চালু করেছে কচুয়া উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও আকিজ গ্রুপের সহায়তায় ৩০ টি সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রম চালু করেছে উপজেলা ছাত্রলীগ।
গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর কচুয়ার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে চারটি ভাগে ভাগ করে সমন্বয়ক কমিটি করা হয়েছে। কমিটিতে নামে সঙ্গে নাম্বার যুক্ত করে সেবা পেতে সেখানে ফোন করার অনুরোধ জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। আজ থেকে চালু হয়েছে সেবা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকার জানান, চিকিৎসাকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা চলমান থাকবে। সমন্বয় কমিটির হটলাইনে ফোন করলেই এই সেবা পাওয়া যাবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমন্বয়ক কমিটি করা হয়েছে, অতীতের ন্যায় দুর্যোগে কচুয়ার মানুষের পাশে থাকার জন্য ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।