করোনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক সংকটে অসহায় কৃষকের পাশে ঢাকা মহানগর উত্তর অন্তর্গত খিলক্ষেত থানা ছাত্রলীগ।

রোববার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জৈনক কৃষকের জমির পাকা ধানা কেটে ঘরে তুলে দেন তারা। কৃষকের পাশে দাঁড়াতে পেরে নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। ছাত্রলীগের এই মহত কাজে সামিল হতে ছুটে আসেন সংগঠনের নেতাকর্মীরা। ধান কাটা শেষে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

কৃষক বলেন, ‘করোনার এই সময়ে কষ্টের দিন পার করছি, ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমার অনেক বড় উপকার করলো। আমি ছাত্রলীগ ভাইদের প্রতি কৃতজ্ঞ।’

এসময় নেতাকর্মীরা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। সকালে কৃষক ভাউ ফোন করে জানান শ্রমিক সংকটের কারণে তিনি জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। ফোন পেয়ে এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’