ধানমন্ডি ৩২- এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হকের পক্ষ থেকে পথচারীদের মাঝে প্রথম রোজার ইফতার বিতরণ করা হয়।

এসময় এনামুল হক জনতারমুখ’কে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই পুরো রমজান মাসে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ির সামনে ইফতার বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।’