‘মেতে উঠি উল্লাসে, ফিরে যাই কৈশোরে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান এর নিবন্ধন শুরু হয়েছে। অনলাইন অফলাইন দু’ভাবেই নিবন্ধন চলবে আগামী ৩০শে এপ্রিল ২০২১ পর্যন্ত।
পুনর্মিলনীর এই অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে চলছে নিবন্ধন প্রক্রিয়া।
সাবেকদের এই মেলবন্ধন নিয়ে আয়োজকরা জানান, ১৯১৩ সালে প্রতিষ্ঠা হওয়া আমাদের বিদ্যালয়টি উপজেলায় শিক্ষা, শৃঙ্খলায় প্রথম সারিতে অবস্থান করছে। এই বিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশ- বিদেশের অনেক সরকারি-বেসরকারী অফিসে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে চাকুরি করছে। ব্যবসায় সফল হয়ে অনেকেই হয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নবীন – প্রবীণের এই মেলায় সকল প্রাক্তনকে এক ফ্রেমে আনতেই এই আয়োজন।
উল্লেখ্য পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয় ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামে ১৯১৩ সালে জমিদার গোবিন্দ চন্দ্র বাবু প্রতিষ্ঠা করেন।