করোনা মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিতে বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আসফাক চৌধুরী (মাহি চৌধুরী) নির্দেশনা প্রধান করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৭ এপ্রিল) মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন এর রসুলপুর গ্রামের প্রান্তিক কৃষক বিল্লাল শিকদার এর ১০ শতক জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী মোঃ শরিফুল ইসলাম প্রধান এর নেতৃত্বে কৃষক বিল্লাল শিকদার এর জমির ধান কেটে দেন তারা।
কৃষকের ধান কাটায় অংশ নেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী মোঃ শরিফুল ইসলাম প্রধান ও উপজেলা ছাত্রলীগ নেতা মামুন বেপারি, আসিফ সরকার, সাইদুল ইসলাম, আসরাফুল রাজ, সাহাদত হোসেন সাগর, ফাহিম, ফয়সাল, সহ নেতা কর্মীরা।