চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতায় ছাত্রলীগের মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার, লিফলেট বিতরণ করা হয়।
আজ ৭ই এপ্রিল সকালে চট্টগ্রাম নগরীর লাল-খান বাজার, জিইসি মোড়, মুরাদপুর সহ আশেপাশের এলাকায় নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি’র উদ্দ্যোগে গণপরিবহনের চালক, ভ্রাম্যমান ভ্যানগাড়ি চালক ও সাধারণ পথচারীদের মাঝে স্বাস্হ্য সচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসময় সকলকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্হ্যবিধি মেনে চলাফেরা করতে অনুরোধ করে লিফলেট বিতরণ করা হয়।
এসময় নাঈম আশরাফ অভি জনতারমুখ’কে বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ পার করছে বাংলাদেশ, ইদানিং আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই করোনা মোকাবেলার জন্য মাস্ক পড়ার গুরুত্ব অপরিসীম। না হলে করোনার ভয়াবহতা ও সংক্রমণ বৃদ্ধি পাবে। আমাদের সকলকে সর্বোচ্চ স্বাস্হ্য সচেতনতা অবলম্বন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের পক্ষ থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচী ও স্বাস্হ্য সচেতনার জন্য সাধারণ জনগণকে সতর্কীকরণ অব্যহত থাকবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, আবুল কালাম সাগর, রেদওয়ান হক রাতুল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আহনাফ মানিক, মো. সজীব, মহসিন রেজা সহ প্রমুখ।