পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটিতে নেতা হতে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা দৌরাত্ম্য বেড়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।

গত ১৫ ফেব্রুয়ারি সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে জেলা কমিটিতে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসার জন্য বিএনপি, ছাত্রদলের সাথে সম্পৃক্ত ও নানান অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সালাউদ্দিন খান হীরার দৌরাত্ম্য বাড়ে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা 1

সালাউদ্দিন খান হিরা পটুয়াখালী জেলা ছাত্রলীগের আসন্ন কমিটির সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে। যে ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যার নামে বিএনপির হয়ে হরতালের সময় গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে। এছাড়া সে একসময় জেলা ছাত্রদলের প্রথম সারির নেতা ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা বানিজ্যে জড়িতেরও অভিযোগ রয়েছে। এছাড়া তার বাবার বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে।

3
ছবিঃ হিরা খানের বিরুদ্ধে মামলার কপি

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সালাউদ্দিন খান হিরা ছাত্রদলের রাজনীতি করে সুবিধা না করতে পেরে সমস্যাহীনভাবে মাদক বানিজ্য করতে ধীরে ধীরে ছাত্রলীগের রাজনীতিতে সংযুক্ত হয়ে ছাত্রলীগের নাম ভাংগিয়ে তিনি আরো বেপরোয়া ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং একাদিক বার বিবাহ করেছে বলে অভিযোগ আছে। অন্যদিকে ছাত্রলীগের কর্মীদের দাবি পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃৃত্ব পাক এমন বিতর্কিত কেউ যেন ছাত্রলীগের সর্বোচ্চ পদে না আসতে পারে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা 2

কর্মীরা আরো বলেন, একজন মাদক ব্যবসায়ী প্রতিবন্ধী বাটপারকে যেনো স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে এবং ছাত্রলীগ যেনো তাদের ইমেজ রক্ষা করে।

এদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসার জন্য বিভিন্নজন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন।

কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা আওয়ামীলীগের সভাপতির কাছে বিভিন্ন নেতা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর ৭ই মার্চের একটি কর্মসূচিতে বলেন, আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ। পটুয়াখালীতে যার কমিটি নাই। আমাদের সঙ্গে আলোচনা না করে যদি কেন্দ্রীয় ছাত্রলীগ পটুয়াখালী জেলা কমিটি দেয় আমরা সেটা মানবনা।