স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বেঁচে থাকলে এই দিনে বঙ্গবন্ধুর বয়স হত ১০১ বছর।
আজ সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবসে মিলাদ ও দোয়া মাহফিল করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। এতে পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আবুল কালাম সাগরের সভাপতিত্বে এবং রেদওয়ান হক রাতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আহনাফ মানিক, মো. সজীব, আল নাহিয়ান আলম, মো. হৃদয়, মো. মামুন, মো. মহসিন, জনি, সাকিব, রাকিব, আল আমিন, মেহেদী হাসান, অনিক, রিদোয়ান সহ প্রমুখ।