আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে দিবসটি। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।’
নারী দিবস উপলক্ষে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। তাতে গৃহপরিচালকারূপে দেখা গেছে এ অভিনেতাকে। একটি বিজ্ঞাপন চিত্রের জন্য ওই সাজ নিয়েছিলেন তিনি।
ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। ব্যাপারটা অনেকটাই লোক দেখানো। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব ঘটা করেই, এ রকম অনেক দিবসই পালিত হয়। ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর’ এটা কি শুধুই কবিতার লাইন? নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে?’
তিনি আরো লিখেছেন, ‘বিশেষ একটি দিনে নয়। সারা বছর জুড়ে, ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হোক। করুণা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যহত থাকুক। মাতৃরূপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস।
বি: দ্র: একটি বিজ্ঞাপন চিত্রে আমি নারী চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটি ছিল গৃহপরিচারিকার। নারী দিবসে, সকল গৃহপরিচারিকার প্রতি সম্মান ও ভালোবাসা।’
অভিনেতার এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন পোস্টটির কমেন্টস বক্সে। অনেকে আবার চঞ্চলের ভিন্ন লুকের প্রশংসা করেছেন।