পটুয়াখালী পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার রাতে ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ৩৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সবুর খানকে সভাপতি ও শাহেদ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বুধবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী পৌর ছাত্রলীগের আগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগসহ সকলের মতামতের ভিত্তিতে ৩৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে সবুরকে সভাপতি ও শাহেদকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী শহর ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটির সাফল্য কামনা করছি।
এদিকে বুধবার রাতেই পটুয়াখালী ছাত্রলীগের আওতাধীন গলাচিপা উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা শাখার কমিটিও অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ। আগের কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য গলাচিপা উপজেলা শাখায় মো. কামরুল ইসলাম সোহেলকে সভাপতি ও মো. রনি খানেকে সাধারণ সম্পাদক এবং মির্জাগঞ্জ উপজেলা শাখায় মো.খাইরুল আলম শাহিন সরকারকে সভাপতি ও মো. ইমরান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।