গতকাল ১৪ই ফেব্রুয়ারী রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে উষ্ণতার উপহার নিয়ে গরীবের মাঝে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের উপ স্বাস্হ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের উপ ছাত্রী বিষয়ক সম্পাদক জেরিন শিকদার। তিনি এসময় প্রায় ১০০ ঠিকানাহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ইতপূর্বেও তিনি অসহায় ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেরিন শিকদার জনতার মুখ’কে বলেন, ‘প্রতিষ্ঠার পর হতে ছাত্রলীগ সবসময় অসহায় ও গরীব মানুষের পাশে ছিলো। ঢাকা মেডিকেল কলেজের আশে পাশে দীর্ঘদিন ধরে কিছু মানুষ এই শীতে অসহায় জীবন-যাপন করছিলো। তাদের আর্তনাদ শুনতে পেয়ে আমি প্রায় ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করি। নিজের সাধ্যের মধ্যে থেকে ভবিষ্যতে অসহায় ও গরীবদের মাঝে মানবতার সেবায় নিয়োজিত থাকবো। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে, থাকবে।’