বিগত ১২ই জানুয়ারী মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিককে চেয়ারম্যান ও মো. হাবিবুর রহমান সিরাজকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি ঘোষিত হয়। উক্ত কমিটিতে সদস্য নির্বাচিত হন সাবেক ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদী।

নিশীতা ইকবাল নদী ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এই বিষয়ে জানতে চাইলে নিশীতা ইকবাল নদী জনতারমুখ’কে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের কাছে দোয়া কামনা করছি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।’