বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি ‘সত্য নয়’। কারণ, প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম নেই।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।
জানা গেছে, যুবলীগের কমিটিতে ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি পদ ফাঁকা রয়েছে। এই ২২ জনের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ অন্যরা।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পাঁচ জন। তারা হলেন বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও মো. রফিকুল আলম জোয়ার্দার।