চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল মেয়র পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
অ্যাড. জিল্লুর রহামন জুয়েল বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী হিসেবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
চাঁদপুর পৌর নির্বাচনের মেয়র পদে প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।
তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮শ’ ২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ’ ১৩ভোট।
এছাড়া ইসলামী আন্দোলনের বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মামুনুর রশীদ বেলাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২শ’ ৩৩ ভোট। নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছে ৩৯হাজার ৭শ’ ৮ ভোট।
এছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ১৫জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ৫টি মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ৫জন জয় লাভ করেন।
চাঁদপুর জেলা প্রশাসনরে পক্ষ থকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ পৌর নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিজিবি, র্যাব, এপিবিএন আনসার সমন্বয়ে গঠিত স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়ক হিসেবে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন।