প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা-কর্মী।

“মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান”–এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মী। এরই ধারাবাহিকতায় গাউবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে বল্লম ঝাড় ইউনিয়নে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মো :আসিফ ও জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো: মোসাদ্দেক হোসেন মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।