ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের নিচে টানা অনশন কর্মসূচী চালিয়ে যাওয়া ফাতেমা আক্তার বিথী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনশনের তৃতীয় দিনে আজ শনিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালেও তার শরীর বেশ দূর্বল ছিল, তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওই সময় তাকে হাসপাতালে নেয়ার অনুরোধ করা হলেও তাতে সম্মতি দেননি তিনি।

মামলার বাদী ফাতেমা আক্তার জানান, তার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকবেন তিনি। ৬ আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। গত ২১শে সেপ্টেম্বর ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ফাতেমা আক্তার।

এ ঘটনার ১৮ দিনেও কাউকে গ্রেপ্তার না করায় বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশন চালিয়ে আসছেন ভুক্তভোগী এই শিক্ষার্থী। তার সঙ্গে সংহতি জানিয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২২ নেত্রীও সেখানে অবস্থান নেন।