করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ড. সেলিম মাহমুদের স্ত্রী নুসরাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার স্বামী ও শাশুড়ী এবং দেবর সালাউদ্দিন সুমন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ।
এবিষয়ে ড. সেলিম মাহমুদ জানান, ‘গতকাল শারীরিকভাবে অসুস্থ হলে করোনা পরীক্ষা করান। এরপর ফলাফল পজিটিভ আসে।’ ফলাফল পজিটিভ পাওয়ার পর থেকেই তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
তিনি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায়-হতদরিদ্র মানুষের পাশে জীবনের ঝুকি নিয়ে দাড়িয়েছেন। তিনি সার্বক্ষনিক গণমানুষের সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে নিরলস কাজ করে গেছেন।
উল্লেখ্য, আওয়ামীলীগের এই নেতা করোনা আক্রান্ত হওয়ার আগে গত ০৭ অক্টোবর (বুধবার) চাঁদপুর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।