ধর্ষণ মামলায় অভিযুক্ত কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও সহযোগী আসামি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচিতে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফাতেমা ফারজানা বিথি।

বৃহষ্পতিবার ৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে তিনি এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

তিনি মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার চান। এর আগে বুধ ও বৃহস্পতিবার তিনি আসামিদের গ্রেফতার দাবিতে আদালতের দ্বারস্থ হন।

ফাতেমা ফার্জানা বিথি নুরুল হক নুর ও হাসান আল মামুনসহ ছয় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানা ও লালবাগ থানায় দুটি মামলা করেছেন। একটি মামলার প্রধান আসামি হাসান আল মামুন আরেকটি মামলার প্রধান আসামি নাজমুল হাসান সোহাগ। আর দু’টি মামলাতেই অন্যদেরকে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওই ছাত্রী বলেন, ‘ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোন ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরদের গ্রেফতার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।

মামলার সময় প্রায় এক মাস পার হয়ে গেলেও কোন আসামিকে এখনো পর্যন্ত আটক করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাতেমা ফারজানা বিথী।

মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল-মামুন (১৮), নাজমুল হাসান সোহাগ (১৮), সাইফুল ইসলাম (১৮), নাজমুল হুদা (২৫) ও আব্দুল্লাহ হিল কাফি (২৩)।