বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আফজাল হোসেন জানান, দুই দিন আগে করোনা টেস্ট করান তিনি। গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
তিনি বলেন, শরীরে বেশ জ্বর হয়েছে এবং সারা শরীর ব্যথা অনুভব করছেন তিনি। চিকিৎসা পরামর্শ মেনে বাসাতেই আছেন আওয়ামী লীগের এই নেতা।
দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন।