আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী অ্যাডভোকেট জুনায়েদ জিকো। তিনি সুস্থ রয়েছেন, থাকবেন হোম কোয়ারেন্টিনে। তার কোন উপসর্গ ছিলনা।

জাহাঙ্গীর কবির নানক তার ব্যাক্তিগত ফেসবুকে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন ‘বৈশ্বিক মহামারী করোনা (COVID-19) এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গিয়েছি।

বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার কারনে হোম কোয়ারেন্টাইনে আছি।আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি।

আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।’

শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের  কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুক্রবার করোনার ফলাফল পজিটিভ আসে।