নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মো. আউয়ালকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে দুদক। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

এ দিকে একই অভিযোগে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের বিআইএফআইউতে চিঠি দিয়েছে দুদক।

চিঠিতে আব্দুল আউয়াল মিন্টু ও তার সন্তানদের নামে বিদেশী কোম্পানি এনএফএম এনার্জির নামে যুক্তরাজ্যের বারক্লেস ব্যাংক লন্ডন শাখা, যুক্তরাষ্ট্রের জেপি মর্গান চেজ ব্যাংকের নিউ ইয়র্ক শাখা ও পিএনসি ব্যাংকের পিটাসবার্গ শাখার কয়েকটি ব্যাংক হিসাবের তথ্যাদি, থাইল্যান্ডের সুকুমভিত রোডে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং বারমুডায় নিবন্ধিত এনএফএম এনার্জি লিমিটেড নামে প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। এদিকে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের আরো ২৭টি ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছে দুদক। এর আগে ৯৩টি একাউন্ট ফ্রিজ করা হয়েছিলো সংস্থাটি।