প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ।
আজ (সোমবার) দুপুর ১১টায় পটুয়াখালী টাউন উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পটুয়াখালী পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান (আরিফ) এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হায়দার মিয়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ রিজন মিয়া, মোঃ হান্নান হোসেন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান (আরিফ) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরীব, দুঃখি, মেহনতি মানুষ তথা সমগ্র বাংলাদেশকে বটবৃক্ষের মতো ছায়াতলে রেখেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমরা দেশরত্নের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।