ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা হানিফ হোসাইন’র মায়ের রুপালী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যাংক হিসাবে গত ২৬ তারিখে ভুলক্রমে চলে আসে প্রায় ৫,৪৩,৯৫৭ টাকা। পরে ওই শিক্ষার্থী ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টাকা ফেরত দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। করোনা সংকটে শুরু থেকেই নানা ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ছাত্রলীগ নেতা হানিফ।
এই বিষয়ে জানতে চাইলে হানিফ জনতারমুখ’কে বলেন, ‘গত ২৬ আগস্ট হঠাৎ করেই আমার মায়ের রুপালী ব্যাংকের একাউন্টে ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা চলে আসে। এরপর আমি ব্যাংকে গিয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই টাকাটা আমাদের না, ভুলক্রমে কেউ পাঠিয়ে দিয়েছে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সঠিক মালিকের একাউন্টে টাকা হস্তান্তর করেন। যার টাকা তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি। সকলেই আমার জন্য দোয়া করবেন যেনো মানুষের জন্য ভালো কাজের মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে পারি।’
প্রসঙ্গত, হানিফ হোসাইন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে বেশ কিছুদিন ধরে জড়িত।