অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেয়ার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মনোয়ার হোসেন সজীব নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মাশনু আরা বেগম শিল্পী নামে এক নারীকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার মিরপুর মনিপুরীপাড়ার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মনোয়ার হোসাইন সজিব (৪৩) ও তার বোন মাসনু আরা শিল্পী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সেকেন্ড ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি ২) কমান্ডিং অফিসার মেজর এমএম পারভেজ আরেফিন।
তিনি বলেন, “গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ওই নারীর স্বামীকে ভর্তি করা হয়। এসময় চিকিৎসকরা রোগীর জন্য ৪ ব্যাগ রক্ত যোগাড় করে দিতে বলেন। এরপর রক্তের সন্ধানে হাসপাতালের প্রথম তলায় ব্লাড ব্যাংকে যান ওই নারী। এসময় ওইখানে বসে ছিল এমন ৩/৪ জনকে রক্ত কোথায় পাবে জিজ্ঞেস করলে, তাদের মধ্যে সজিব নামে ওই ব্যক্তি তাকে রক্ত যোগাড় করে দিতে পারবে বলে জানায়।”
পরদিন সজিবের পরামর্শ অনুযায়ী, মালিবাগের ব্লাডব্যাংকে গিয়ে রক্ত না পাওয়ায় সে মনিপুরী পাড়ায় তার বোন শিল্পী রয়েছে, সে রক্ত দিতে পারবে বলে জানায়। এরপর তাকে শিল্পীর বাসায় ধর্ষণ করে, এসময় শিল্পী তাকে ধর্ষণে সহায়তা করে। পরে ওই নারী যাতে এ ঘটনা প্রকাশ না করে সেজন্য তাকে ক্রমাগত হুমকি দিতে থাকে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ার হোসেন সজীব স্বীকার করে, সে তার কথিত বান্ধবী মাশনু আরা বেগম শিল্পীর সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ করেছে। তাদের দু’জনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। শিল্পী বিবাহিত হলেও তার বাসায় নিয়মিত যাতায়াত ছিল মনোয়ারের। মনোয়ার শিল্পীর বাসায় গিয়ে নানা রকম অপকর্ম করে।
গত ২৪ সেপ্টেম্বর বিষয়টি ভুক্তভোগী নারী তার স্বামীকে জানান। পরে তার র্যাব-২ এর কাছে এ বিষয়ে অভিযোগ গঠন করেন তারা।