গত শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত দুটি এসি পুড়ে গেছে ও জানালার কাঁচ উড়ে যায়। এরপর মসজিদে আগুন ধরে যায়।

এশার নামাজ পড়ার জন্য মসজিদে রাতে শতাধিক মুসল্লি এসেছিলেন। নামাজ শেষে তাদের অনেকে তখনো মসজিদেই ছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ হয়। মসজিদটির ইমাম ও মুয়াজ্জিনসহ গুরুতর অগ্নিদগ্ধ ৩৭ জনকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জের দগ্ধ রোগীদের পাশে বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল ছাত্রলীগ 3

এমতাবস্থায়, তাৎক্ষনিক দগ্ধ রোগীদের চিকিৎসা সেবায় প্রচুর রক্তের প্রয়োজন হয়। ঠিক তখন মানবতার সেবায় হাত বাড়িয়ে দেয় বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের উপ গন শিক্ষা বিষয় সম্পাদক
আকাশ শিকদার আশরাফ এবং ঢাকা মহানগর উওর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুরুজ ইসলাম’র নেতৃত্বে দগ্ধ রোগীদের চিকিৎসা করানোর লক্ষ্যে ২৩ ব্যাগ রক্তের ঘাটতি দেখা দিলে তা অতি দ্রুত জোগাড় করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ‘সর্বদা দেশের দূর্যোগে, দূর্বিপাকে সবার আগে এগিয়ে আসা সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। নারায়নগঞ্জের দগ্ধ কর্মীদের সেবায় মানবিক দৃষ্টিকোন থেকে শুরু থেকেই তাদের পাশে আছে সম্মিলিত বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল ছাত্রলীগ। আমরা গত কয়েকদিনে প্রায় ২৩ ব্যাগ রক্তের ঘাটতি পূরণ করেছি।’