বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের মিলাদ ও দোয়া, বৃক্ষরোপন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে কচুয়া উপজেলা ছাত্রলীগ।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর কচুয়া উপজেলার রহিমানগর বাজারের মসজিদে কচুয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আনন্দ মিছিল করা হয়।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার ও যুগ্ম-আহবায়ক সোহাগ উদ্দীন জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, কচুয়া উপজেলা শাখার আয়োজনে মিলাদ মাহফিল, বৃক্ষ রোপণ দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আনন্দ মিছিল করা হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনার। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।