বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করেছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) চাঁদপুর জেলার আওতাধীন হাজীগঞ্জ পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী’র নেতৃত্বে বৃক্ষরোপণ করেছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এছাড়াও গত ২৮ সেপ্টেম্বর হাজীগঞ্জ বড় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, হাজীগঞ্জ পৌর শাখার আয়োজনে আমরা বৃক্ষ রোপণ করেছি। এর আগে মিলাদ মাহফিলে নেত্রীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।