চলতি মাসের শেষের দিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্লিন ইমেজ ও ছাত্রলীগের নিবেদিত প্রান মুজিব প্রেমিক এবং আওয়ামী লীগের নানাবিধ আন্দোলন সংগ্রামে প্রথম সারির জননন্দিত ছাত্রনেতা পটুয়াখালী জেলা ছাত্রলীগের কর্মীবান্ধব সহ-সভাপতি মোঃ সবুর খান সহ একাধিক ছাত্রনেতার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রী মহল। কিছু দলছুট ভুঁইফোঁড় ছাত্রলীগের মধ্যে ডুকে ছাত্রলীগের শক্তিকে বিভক্ত করতে মিথ্যা বানোয়াট কথা বলে অপপ্রচার চালাচ্ছেন।

এ ব্যপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা মোঃ সবুর খান বলেন, যতদিন বেঁচে আছি হৃদয়ে বঙ্গবন্ধুর আর্দশকে লালন করে আওয়ামী রাজনীতি করে যাবো চিরকাল – ইনশাআল্লাহ্। আর যেহেতু রাজনীতি সাথে যুক্ত সেহেতু-বাধা বিপত্তি মামলা-হামলা ষড়যন্ত্র শিকার হতে হবে এটা স্বাভাবিক। এই ভাবনা নিয়েই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতিতে আগমন। পটুয়াখালী জেলা ছাত্রলীগের ইমেজ পুনরুদ্ধার করতে, ঐক্যবদ্ধ শক্তিশালী একটা ইউনিট গড়ার লক্ষ্যে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে রাজনীতি করি এবং করবো। শাক দিয়ে মাছ ডাকা যায় না – জেলার আওয়ামী লীগের সম্মানিত নীতি নির্ধারক ও দলের হাইকমান্ড সবাই জানেন, কে দলের জন্য কতটুকু দিয়েছেন এবং নিয়েছেন। আশা করি অবশ্যই কর্মগুণে মূল্যায়ন করা হবে।

তিনি আরো জানান, পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত ব্যাপারে ২০১০ সালে ষড়যন্ত্রমূলকভাবে নারী ও শিশু মামলায় জড়িয়ে পড়েছিলাম। পরবর্তীতে আইনগত তদন্ত সাপেক্ষে নির্দোষ থাকায় রাষ্ট্রীয়ভাবে ২০১৩ ডিসমিস করে দেয়া হয় এবং কিছুদিন আগে রাজনীতি প্রতিহিংসার কারণে আর মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে (চার্জশিট হয়নি এখনও)। একদল কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করেছে, আসন্ন জেলা ছাত্রলীগের নব কমিটিকে ঘিরেই এর উৎপাত। শুধু আমি নয়, আরো অনেক ছাত্রলীগ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এই কুচক্রী মহলটি।