আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২০ ইং) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে পটুয়াখালীর শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন টাউন হল রক্ষার দাবিতে ও টাউন হলের বানিজ্যিকীকরণ এর পায়তারা অবিলম্বে বন্ধ করতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সংগঠকরা।
সংগঠকরা জানান, পটুয়াখালীর শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন টাউন হল দখল করে অবয়ব স্টল নির্মাণ করছে একদল অসাধু ব্যবসায়ীয়া। ‘এভাবেই শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বিলীন হয়ে যাবে?’ এই প্রশ্ন তাদের। তারা চায় তাদের এই শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন টাউন হল তাদের ঐতিহ্যের স্মৃতি হয়ে থাকুক।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংস্কৃতিক সংগঠক ও সামাজিক সংগঠন ‘সুন্দরম’ এর সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম, পটুয়াখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রুবেলসহ সাংবাদিক ও যুব সাংগঠক বৃন্দ।