বৃহত্তর চট্টগ্রাম মহানগর চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। চকবাজার থানা ছাত্রলীগ নেতা হামিম আল আবিরের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন হাবিব, হাসান, পিয়াল, শরীফ সহ প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে থানা ছাত্রলীগ নেতা হামিম আল আবির বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অনুকরণে আমরা চকবাজার থানা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।’ তিনি বিশ্বাস করেন দেশের সর্বস্তরের জনগণের আশার বাতিঘর দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও তরান্বিত হবে দেশের সমৃদ্ধি।