মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

আজ (২৮ সেপ্টেম্বর) বাদ আসর চাঁদপুর পৌরসভার বেগম মসজিদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করে চাঁদপুর জেলা ছাত্রলীগ। মিলাদ শেষে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় জেলা নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে চাঁদপুর বড় স্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ 3

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম খান জানান, বাঙ্গালির আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার ৭৪তম জন্মদিন উপলক্ষে, চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আমরা আপার সর্বাত্মক সুস্থতা কামনা করি।