বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে জড়ো হতে থাকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর পাশে বৃক্ষরোপন করা হয়। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগ নেতা দেওয়ান এমাদ বলেন “চাঁদপুর জেলা ছাত্রলীগ এর সম্মানিত সভাপতি মোঃজহির উদ্দিন ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের দিক নির্দেশনায় আমাদের এই কর্মসূচি।তিনি আরো বলেন ” দেশরত্ন শেখ হাসিনার ডাইনামিক নেতৃত্ব আমরা এক দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা স্বাধীন দাস,হাসান রাকিব,ইমরান নাজির সহ শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনার। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।