কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে শিবির কর্মীরা।
চট্টগ্রামের সীতাকুন্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলা দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণের পর এই আদেশ দেয়া হয়। মামলার অন্য আসামির হলেন জামায়াত নেতা আহসান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব রহমান, কাওসার, শফিকুল আলম ও কর্মকর্তা নিজাম উদ্দিন।
গত ২৭শে জানুয়ারি কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে শিবির কর্মীরা। এ ঘটনায় ১০ই ফেব্রুয়ারি ৬ জনকে আসামি করে মামলা করেন যুবলীগ নেতা কামালউদ্দিন।