রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মারা গেছেন। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সুমন মাহবুব বলেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন।

১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে মাহবুবে আলমের জন্ম।

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্র জীবনে বাম রাজনীতির সাথে যুক্ত থাকলেও সোভিয়েত ইউনিয়নের পতনের রাজনীতি ছেড়ে আইন পেশায় মনোযোগী হন মাহবুবে আলম।

১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে আমৃত্যু অ্যাটর্নি জেনারেলের পদেই আসীন ছিলেন মাহবুবে আলম। তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, সংবিধানের পঞ্চম, সপ্তম, এয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলা, মানবতাবিরোধী অপরাধের মামলা, বিডিআর বিদ্রোহ মামলাসহ বহু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মামলার শুনানি করেন