পাঁচলাইশ থানা আওয়ামী-যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সাজ্জাদ স্মৃতি সংসদের উদ্যোগে যুবনেতা আবু মনসুর সাজ্জাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মাঝে কোরাণ শরীফ বিতরন ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ. ম নাছির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক দিদারুল আলম দিদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে আতিকুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, কাজী রাশেদুল আলম জাহাঙ্গীর, আব্দুর রহিম।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ‘প্রয়াত যুবনেতা সাজ্জাদ দলের নিবেদিত প্রাণ ছিলেন। সাজ্জাদ কখনো দল ও দেশের প্রশ্নে আপোষ করেনি। তার শূণ্যতা পূরণ করা সম্ভব নয়। আমি যতদিন বেঁচে আছি আমৃত্য সাজ্জাদের পরিবারের পাশে থাকবো।’
সাজ্জাদ স্মৃতি সংসদের মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে এবং মোহাম্মদ আসান খানের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, পাঁচলাইশ থানা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সস্পাদক নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রাফি, বাবলু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পি, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, সাহেদ হায়দার খাঁন,৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, যুবলীগ নেতা মোঃ আলমগীর, রাশেদুল আনোয়ার খাঁন, আসাদুল হক আসাদ, তৌহিদুল ইসলাম রনি, মোঃ হারুন রশিদ, আরমান, মহিউদ্দিন, জামাল উদ্দিন, শাহ ইমরান রাজু, নাইম আশরাফ অভি, একে আজাদ, মোহাম্মদ সাগর, মনির হোসেন, মুন্না, বিপ্লব, রেদওয়ান হক রাতুল, আহনাফ মানিক, মোঃ সামির, মোঃ সজীব, ওমর ফারুক পারভেজ, মেহেদী হাসান, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মাশফিকুল ইসলাম রাফি, আরিয়ান চৌধুরী আশিক প্রমুখ।