পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের ফরেস্ট কলোনী পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, শহরের তিতাস সিনেমা হল রোড এলাকার মুচি বাড়ির রঞ্জিত ঋষি এর মেয়ে দিপ্তী (১২) ও নিখিল ঋষির মেয়ে বৃষ্টি (১০)।

জানা যায়, দুপুরে বাড়ির অন্যদের সঙ্গে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনীর পুকুরে গোসল করতে যায় তারা দুজন। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও বৃষ্টি ও দিপ্তিকে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়া হয়।

বাড়ীর লোকজন এসে পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। পরবর্তীতে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।