গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী জেলার সাথে সংযুক্ত হয়ে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ও পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন এর শুভ উদ্বোধন করেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে পটুয়াখালী জেলার উন্নয়নের প্রসঙ্গে বলেন, কি দেইনি পটুয়াখালীতে? শুধু তাপ বিদ্যুৎ কেন্দ্র নয়, ৯টি উন্নয়ন ও মেগা প্রকল্প করা হয়েছে। ‘পটুয়াখালী এখন আর খালী নেই, পটুয়াখালী এখন ভরপুর!’

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের সময় মির্জাগঞ্জের অনেক নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুস্থ ও নিরাপদ থাকার জন্য দোয়াও করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের মাননীয় সাংসদ জনাব আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৪ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ মহিববুর রহমান মহিব এবং সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ জনাব কাজী কানিজ সুলতানা হেলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দ।