রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করা হয়েছে। আজ ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। মাহবুব কবির মিলন নিজের ব্যাক্তিগত ভ্যারিফাইড আইডির এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ের যাত্রীসাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মাঝে আছে, টিকিট কাটতে এনআইডি বাধ্যতামূলক করা, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেলসেবা অ্যাপের মাধ্যমে ফটো/ভিডিও যুক্ত করে তাৎক্ষণিত অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি।
এছাড়া তিনি চলতি বছর কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছরও নিয়োগ হওয়ার কথা ছিল। এসব পরিবর্তনসহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন।
মাহবুব কবির মিলন নিজের ব্যাক্তিগত ভ্যারিফাইড আইডির এক পোস্টের কিছু কমেন্ট জনতার মুখ পাঠকদের জন্য তুলে ধরা হলো…
Jagodish Chandra Roy লিখেছেন, শেষ বয়সে এরকম বাদরের মত এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় ঝুলায় নিয়ে বেড়াচ্ছে! কোথাও আপনাকে শান্তিতে কাজ করতে দিবে না!! আপ্নি সারা দেশে ১০ জন উইং চাইছিলেন বিনিময়ে আপনাকেই ১০ টা মন্ত্রণালয় ঘুরাচ্ছে! ভাল না? ভাল তো!
Md Mohai Menur Rahman লিখেছেন, নিরাপদ খাবার বেঁচে থাকার জন্য কতটা জরুরী ভেবে স্বপ্ন দেখেও রেলে আশাহত হইনি যে- রেলেও পরিবর্তন দরকার আছে! জনগণের উপকার হবে… কিন্তু এবার! কিছুই বলার নাই…
সুস্থ থাকুন, ভালো থাকুন ভাইয়া… এটুকুই চাওয়া! আমাদের সবার দোয়ায় আর অন্তরে থাকুন।
Atique Ua Khan লিখেছেন, অপেক্ষায় রইলাম, আপনার সাথে আরো ১০ জন সুযোগ্য কর্মকর্তা নিয়ে কি কি কাজ করেন দেখার জন্য। যদিও অনেকেই এই প্রস্তাবের বিরোধিতা করবে নিশ্চিত।
আর ই-ভ্যালি কত মানুষের কপাল পোড়াবে, সেটাও দেখার অপেক্ষায় রইলাম।