১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালী জাতির জীবনে সবচেয়ে বেদনা ও কষ্টের দিন। এই দিনে বাঙালি হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাত্রিতে ধানমণ্ডির বত্রিশ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল।
শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সকাল ১১ টায় ধানমণ্ডি বত্রিশে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কালো ব্যাজ ধারণ ও এক মিনিট নীরবতা কর্মসূচী পালন করেন মুক্তিযুদ্ধ মঞ্চ। সমগ্র দেশে মুক্তিযুদ্ধ মঞ্চ এর সকল ইউনিট একই সময়ে কেন্দ্রীয় কমিটির ন্যায় এই কার্যক্রম পালন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কালো ব্যাজ ধারণ ও এক মিনিট নীরবতা কর্মসূচী পালন করার পর মুক্তমঞ্চ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন ১৫ আগস্টের ঘাতকের হাতে শহীদ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহীদ সদস্যদের মাগফিরাত কামনা করেন।