করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) এর সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
আজ সোমবার (১৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, আজ (সোমবার) করোনা পরীক্ষা করা হয়। সন্ধ্যায় ফলাফল পজেটিভ আসে।
উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে বলেন, তিনি সুস্থ আছেন এবং বাসায় আছেন।
এই দিকে সাংসদের সুস্থতা কামনায় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও করোনার সূচনালগ্ন হতে তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে লক্ষাধিক পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।