৫৮ নং পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং উত্তর নদনা যুব সংঘের সহযোগিতায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে পালন করা হয়।
শনিবার সকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এবং বিদ্যালয়ের সভাপতি ও শাশীয়ালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আলী।
পুষ্পমাল্য অর্পণের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হামদ্-নাত প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নাম ঘোষনা করেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান পাটোয়ারী এবং উত্তর নদনা যুব সংঘের সভাপতি কাতার প্রবাসী সাইফুল ইসলাম পাটোয়ারী।
প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উল্লাহ্, মোজাম্মেল পাটোয়ারী, শাহবুদ্দিন আহমেদ, আমেনা বেগম, আইরিন সুলতানা।
বাদ জোহর পশ্চিম ভাওয়াল জামে মসজিদে ‘৭৫ এর ১৫ আগস্ট শহীদ হওয়া শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর নদনা যুব সংঘের সহ-সভাপতি সজিব পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল, যুগ্ম-সাধারন সম্পাদক রাকিব হাসান সোহেল, রাকিব হোসেন বাঁধন, কাজী ফারুক, কাজী মানিক প্রমুখ।