সোমবার ২৪শে আগস্ট দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এ্যভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়’র সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিধি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কচি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মো: তাসভীরুল হক অনু, মো: আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ।
এসময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।