অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য (২১) মারা গেছেন।
স্থানীয় সময় সোমবার ভোরে সিডনিতে নিজ বাসায় ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ তিনি মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়েছে।
অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছিলেন।
ছেলের মৃত্যুর সংবাদ জানিয়ে ফজলুল বারী তার ফেইসবুকে লিখেন, “আপনারা সবাই ফোন করছেন। আমি কথা বলতে পারছি না বলে ফোন ধরছি না। আপনারা সবাই পাশে এসে বসছেন। পিঠে সান্ত্বনার হাত রাখছেন। আমি চোখ বন্ধ করে থাকছি। কথা বলার চেষ্টা করলে কান্নায় ঢেকে দিচ্ছে সবকিছু। আমাকে ক্ষমা করবেন।”
তিনি জানান, ফরেনসিক তদন্তের জন্য পুলিশ লাশ নিয়ে গেছে। লাশ পাবার পর সিডনির লকউড কবরস্থানে দাফন করা হবে।