পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ শর্মা শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ।
শুভ শর্মা শীলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। শুভ শলী একটি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এদিকে এই ঘটনায় তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শুভ শলীর হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কর্মী শাকিল আহমেদ সাদী, তানভীর মল্লিক, তৌফিক হাসান প্রান্ত ও কোরবান জুনায়েদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং সেই সাথে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস জানান, ‘শুভ শর্মা শীলকে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ‘শুভর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।’