যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে মারা গেছেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। 

ছোট ভাইকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করে শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমার অসাধারণ ভাই রবার্ট আজ রাতে মৃত্যুবরণ করেছে।’

মৃত্যুর আগের দিনই ভাইকে দেখতে হাসপাতালে যান ট্রাম্প। সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘খুব কঠিন সময় যাচ্ছে তার।’

রবার্ট ট্রাম্পকে নিয়ে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর আসে, তিনি গুরুতর অসুস্থ।

ভাইয়ের মৃত্যুর পর ট্রাম্প বলেন, ‘সে শুধু আমার ভাই ছিলো না, সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলো। তার স্মৃতি সবসময় আমার হৃদয়ে উজ্জ্বল থাকবে। আমাদের পুরো পরিবার তাকে গভীরভাবে স্মরণ করবে।’

তাদের বাবা-মা ফ্রেড ও ম্যারি অ্যানি ট্রাম্পের পাঁচ সন্তানের সবার ছোট ছিলেন রবার্ট। ডোনাল্ড ট্রাম্পের ২ বছরের ছোট ছিলেন তিনি। সবচেয়ে বড় সন্তান ফ্রেড জুনিয়র ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন।

পারিবারিক রিয়েল এস্টেট ফার্মেই ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন রবার্ট ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, জুন মাসে সপ্তাহখানেকেরও বেশি সময় ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।