গত রাতে চ্যাম্পিয়ন্স লীগের আসর থেকে ছিটকে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউভেন্তুস, দুই লেগ হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদও। আজ বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলো মেসির বার্সেলোনা। এ ম্যাচে ড্র করলেও শেষ আটে জায়গা করে নেবে মেসির দল।
গতরাতে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় মিললেও পরের রাউন্ডের টিকেট মিলল না। শেষ ষোলোর ফিরতি পর্বে শুক্রবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। প্রথম লেগে লিওঁ ১-০ গোলে জেতায় দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। অ্যাওয়ে গোলে তাদের পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনালে উঠল অলিম্পিক লিওঁ।
চ্যাম্পিয়ন্স লীগের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের দরকার ছিল জয়। সেখানে ডিফেন্সের মারাত্মক ভুলে উল্টো হেরে গেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ের পর নিজেদের মাঠেও জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
আজ বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। শেষ ষোলোর ফিরতি লেগে শনিবার ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে বার্সেলোনা ও নাপোলি। গত ফেব্রুয়ারিতে অঁতোয়ান গ্রিজমানের গোলে প্রথম লেগে ইতালির দলটির মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছিল বার্সেলোনা। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় এই ম্যাচে গোলশূন্য ড্র করলেও শেষ আটে জায়গা করে নেবে মেসির বার্সেলোনা।
তবে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা। তবে তাতে খুব একটা চিন্তিত নন কোচ কিকে সেতিয়েন। নাপোলির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আনসু ফাতি ও রিকি পুসের মতো তরুণদের ওপর আস্থা রাখছেন তিনি।
বার্সা শিবিরে আশার খবর, ঊরুর চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানকে মাঠে নামার ছাড়পত্র দিয়েছে দলের চিকিৎসক। এদিকে, ক্লেমোঁ লংলে চোট কাটিয়ে ফিরেছেন। জেরার্দ পিকের সঙ্গে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকতে পারেন তিনি। তবে চোটের কারণে নেই আরেক ডিফেন্ডার উমিতিতি।
আরও পড়ুন-
- আমার মায়ের মধ্যে কোনোদিন অহমিকা দেখিনি: প্রধানমন্ত্রী
- শেখ ফজিলাতুন নেছা, আমার মা: শেখ হাসিনা
- ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, আলোচিত প্রকৌশলীকে বদলি