করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনায় দেশে মৃত্যুর হার তুলনামূলক ভাবে কম হলেও মৃত ব্যক্তিদের জানাজা, দাফনের সময় জনমনে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। সারাদেশে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন, জানাজা সহ নানা আনুষ্ঠিকতায় মাঠে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। ছাত্রলীগকে প্রশংসায় ভাসিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

জানা যায়, বিগত কয়েকমাসে সারাদেশে ছাত্রলীগের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের জানাজা, লাশ দাফন করছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শুরু থেকেই ‘হ্যালো ছাত্রলীগ’ সেচ্ছাসেবক টিমের মাধ্যমে করোনায় মৃত ব্যক্তিদের শেষ বিদায় জানিয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব-উদ্দ্যোগে একাধিক লাশ দাফন করেছে। কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা টানা ১২০ দিন করোনা হাসপাতালে করোনাক্রান্ত ব্যক্তিদের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা একাধিক মৃত ব্যক্তির জানাজা ও লাশ দাফন করেছে। এছাড়া, সারাদেশে আরো একাধিক ইউনিটের নেতাকর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের শেষ যাত্রার সঙ্গী ছিলো। সংগঠনটির এসব কার্যক্রম সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সংগঠনটি সাধারণ জনগনের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

করোনাক্রান্ত এক মৃত ব্যক্তির স্বজন জনতারমুখ’কে জানান, ‘গত মাসে আমার ভাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন। লাশ দাফন করার জন্য তখন এলাকার কেউ এগিয়ে আসছিলো না। আমরা তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। ঠিক তখনই ছাত্রলীগের কিছু ভাই এগিয়ে আসে আমার ভাইয়ের জানাজা ও লাশ দাফনের কাজে। তাদের এই কাজ আমি কখনো ভুলবো না। ছাত্রলীগের জন্য সবসময় দোয়া রইলো। ছাত্রলীগ করোনার এই সময়ে অসংখ্য ভালো কাজের দ্বারা জনগনের ভালোবাসা অর্জন করে নিয়েছে।’

সংগঠনটির শীর্ষস্হানীয় কেন্দ্রীয় নেতারা জানান, ‘করোনার শুরু থেকেই সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ, কৃষকের ধান কেঁটে দেওয়া, ঘুর্ণিঝড়ে মানুষের পাশে থেকে, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন সহ আরো অনেক জনকল্যানমূলক কাজে নিজেদের বিলিয়ে দিয়েছে। যতদিন করোনার সংক্রমণ বাংলাদেশে রইবে, ঠিক ততদিন আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।’