বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রিয় শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে ২০২০-২১ মেয়াদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার ৮৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে আটজন সহ-সভাপতি এবং ছয়জন যুগ্ম সম্পাদক রয়েছেন।
এর আগে গত ১৫ মার্চ কেন্দ্রিয় কমিটি সভাপতি হিসাবে প্রকৌঃ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রকৌঃ আ ন ম তারিক আব্দুল্লাহকে মনোনীত করে।
প্রকৌশলী জিয়াউল হক বর্তমানে প্রধান প্রকৌশলী হিসাবে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এবং আ ন ম তারিক আব্দুল্লাহ উপ-পরিচালক হিসাবে বিউবো’র ক্রয় পরিদপ্তরে কর্মরত আছেন।
বর্তমান এই কমিটির বিষয়ে কেন্দ্রিয় কমিটির সাভাপতি ডঃ মোঃ হাবিবুর রহমান বলেন, এই কমিটি নির্বাচনে সততা এবং দক্ষতার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। যারা বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করেন তাদেরকে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর বলেন, এই কমিটি প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কর্তৃপক্ষের সাথে নেগোশিয়েশনে ভাল ভূমিকা পালন করতে পারবে।
একটি সময়োপযোগী কমিটি ঘোষণা করায় কেন্দ্রিয় কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের নির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী নাজমুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত হোসেন শিবলুসহ আইইবি’র অন্যান্য নেতৃবৃন্দ বর্তমান কমিটির সফলতা কামনা করেন।